নিজস্ব প্রতিবেদক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে গতবছরের চেয়ে এবারে ১৬০ টি আসন কমানো হয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হলেও (১৭ অক্টোবর দুপুর ১২টা থেকে) চলবে ২৭ অক্টোবর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। তবে স্থাপত্যবিভাগে ভর্তির জন্য অতিরিক্ত ৩০০ টাকা প্রদান করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.৫০ করে মোট জিপিএ ৮.০০ থাকতে হবে এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.২৫ করে মোট ৭.০০ থাকতে হবে। এছাড়া জিএসটি ভর্তি পরীক্ষায় নূত্যতম ৩০ নম্বর পেতে হবে।
আগ্রহী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জিএসটির ওয়েবসাইটে ( https://gstadmission.ac.bd/ ) গিয়ে আবেদন করতে পারবেন।
Discussion about this post