নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দেশের সর্বশেষ প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক/স্নাতক(সম্মান) শ্রেণির ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে আবেদন ফি নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। একটি ওয়েবসাইট থেকেই সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া সহজ করতে প্রাপ্ত নম্বর অনুযায়ী সম্ভাব্য বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট সাজেস্ট করা হবে। এটি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।
Discussion about this post