নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) রেজিস্ট্রার মো. দলিলুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এদিন দুপুর ১২টা থেকে শুরু করে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে বিভাগভিত্তিক বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে। আর প্রতি ইউনিটের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। তবে আর্কিটেকচার বিভাগের ড্রয়িং-এর জন্য অতিরিক্ত ৩০০ টাকা জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বছর তিন ইউনিটের অধীনে সর্বমোট এক হাজার ৫০৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে ‘ক’ ইউনিটের আসন সংখ্যা ৭৫৫, ‘খ’ ইউনিটে ৫০০ এবং ‘গ’ ইউনিটে ২৫০টি আসন রয়েছে। ভর্তির আবেদন সংক্রান্ত যেকোনো তথ্য এবং ফি জমাদানের পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrst.edu.bd) বিস্তারিত পাওয়া যাবে।
Discussion about this post