শিক্ষার আলো ডেস্ক
বিশ্ববিদ্যালয় পর্যায়েও ব্যাপকভাবে ডাউন সিনড্রোম ইস্যুতে জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রথমবারের মতো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ্ এবং ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে উদযাপন করল অক্টোবর ডাউন সিনড্রোম সচেতনতা মাস।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) এআইইউবিতে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে উদযাপিত হয় এই সচেতনতা মাস।
দিনের শুরুতে এআইইউবি ক্যাম্পাসে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে এআইইউবির ভাইস চ্যান্সেলরসহ শিক্ষক, কর্মকর্তা, ছাত্র/ছাত্রী, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু, ও ডাউন সিনড্রোম সোসাইটির কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে এআইইউবি অডিটোরিয়ামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রতিপাদ্য ছিল ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে চ্যালেঞ্জ ও সুযোগসমূহ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি উপাচার্য ড. কারমেন জেড লামাগনা।
এসময় উপাচার্য বলেন, প্রথমবারের মতো ক্যাম্পাসে এ ধরনের একটি উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ডাউন সিনড্রোম ইস্যুতে সচেতনতা তৈরিতে এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের সমাজের সক্রিয় অংশগ্রহণের জন্য তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা, সুযোগ-সুবিধা, শক্তি দেওয়া আমাদের দায়িত্ব।
সেমিনারে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রয়্যাল নেদারল্যান্ড দূতাবাস বাংলাদেশের রাষ্ট্রদূত এ্যানি ভন লিউয়েন।
তিনি বলেন, ডাউন সিনড্রোম একটি গুরুত্বপূর্ণ ইস্যু। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। তাদের পুনর্বাসন ও অন্তর্ভুক্তি এখন সময়ের দাবি।
Discussion about this post