অনলাইন ডেস্ক
শনিবার (২২ অক্টোবর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেছেন, আমরা প্রধান পরীক্ষককে খাতা দেখতে একমাস সময় দিয়েছি। এরপর খাতা দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষকের কাছে যাবে। সব মিলিয়ে দুই মাসের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো।
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যদের দক্ষতা ও মানোন্নয়নে পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, আমাদের পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। তবে এ বিষয়ে বারের নির্ধারিত কমিটিগুলোকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনগুলোরও এ বিষয়ে এগিয়ে আসা প্রয়োজন। আমি নিজেও আইনজীবীদের বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে কয়েকটি সংস্থার সঙ্গে আলাপ করেছি। আশা করছি আমরা পেশার মান উন্নয়নে বেশ কিছু কর্মশালা আয়োজন করতে পারবো।
Discussion about this post