শিক্ষার আলো ডেস্ক
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা ও পাঠদান কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাত থেকে গোপালগঞ্জে তীব্র বর্ষণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাত থেকে চলমান বর্ষণে গৃহবন্দি হয়ে পড়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাছাড়া দূরবর্তী স্থানের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে বাংলা, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, মনোবিজ্ঞান, সিভিল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিভাগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে কয়েকটি বিভাগে ক্লাস স্থগিত করা হলেও বৈরি আবহাওয়া উপেক্ষা করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে।
পরীক্ষা ও পাঠদান কার্যক্রম স্থগিত বিষয়ে আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর মানসুরা খানম বলেন, আবহাওয়ার বিপর্যয়ের কারণে আমরা বিভাগের চলমান ক্লাস ও পরীক্ষা সাময়িক স্থগিত করেছি। শিক্ষকেরা যথাসময়ে বিভাগে উপস্থিত থাকলেও, শিক্ষার্থীদের নিরাপত্তা ও দূরবর্তী শিক্ষার্থীদের সমস্যার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Discussion about this post