শিক্ষার আলো ডেস্ক
রোববার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নে আমরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
অবকাঠামো উন্নয়নে আমরা অনেক এগিয়ে আছি। এরই মধ্যে ছেলেদের একটি হলের বর্ধিতাংশ উদ্বোধন করা হয়েছে। আগামী ডিসেম্বরে আশাকরি মেয়েদের তৃতীয় হলও উদ্বোধন করতে পারব। এছাড়া শিক্ষার্থীদের হলের ইন্টারনেট সুবিধা ও খাবারের মানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইন্টারনেট সমস্যা দূর করতে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হাকিম ও সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খাঁন।
উপাচার্য বলেন, শাবিপ্রবি গবেষণা, অবকাঠামো ও একাডেমিক দিক দিয়ে অনেক এগিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে অনেক সংকট জমা হয়েছিল। আমরা চেষ্টা করছি, সেই সংকটগুলো কাটিয়ে ওঠার।
এসব কাজে শাবি প্রেসক্লাবের সাংবাদিকদের অবদানের কথাও উল্লেখ করেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সংবাদমাধ্যমে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সহসভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, কার্যকরী সদস্য তানভীর হাসান, মো. শাদমান শাবাব প্রমুখ।
Discussion about this post