শিক্ষার আলো ডেস্ক
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাতদিন ব্যাপী শিক্ষক ও কর্মকর্তাদের ই-নথি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জরী কমিশনের (ইউজিসি) সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন ই-নথি বাস্তবায়ন কমিটির সভাপতি প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ আর এম সোলাইমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক।
স্বাগত বক্তব্য দেন, আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. ওবায়দুল হক। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন, রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম। রিসোর্স পার্সনদের পক্ষ থেকে বক্তব্য দেন ইউজিসির আইএমসিটি উপ-পরিচালক মনিরুল্লাহ।
প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম (শিবলী), শারীরিকশিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. নজমুল হক ও হিসাব অফিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-রেজিস্ট্রার ও ই-নথি ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব ড. মো হারুন অর রশিদ।
বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে ই-নথি প্রশিক্ষণের আওতায় আনতে মাস্টার ট্রেইনার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও পেপারলেস অফিস করার ক্ষেত্রে ই-নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Discussion about this post