শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের ২০২২-২৩ বর্ষের জন্য কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তৈমুর রহমান মৃধা এবং সাধারণ সম্পাদক হয়েছেন দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমানউল্লাহ রিয়াজ।
রোববার ( ২৪ অক্টোবর ) সন্ধ্যায় টিএসসির মুনীর চৌধুরী অডিটোরিয়ামে বার্ষিক কার্যনির্বাহী পর্ষদের সভায় নতুন এই কমিটির অনুমোদন করেন সংগঠনটির মডারেটর ও বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা।
এর আগে নতুন কমিটি গঠনের জন্য সুপারিশ করেন বিদায়ী সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক অসিত দেবনাথ অন্তু।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির পরিচালনা পর্ষদে সহ-সভাপতি পদে সুহৃদ সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শ্যামল রায় এবং অর্থ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে ফারহান ইশরাককে।
প্রসঙ্গত, ‘জন্মাতে চাই প্রাক্তন সময়ের গর্ভে’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যপাঠ ও চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও নিয়মিত পাঠ চক্র, বুক রিভিউ প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, পাক্ষিক সাহিত্য আড্ডা, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ডাহুক প্রকাশ, বইমেলা বাৎসরিক গল্প ও প্রবন্ধ সংকলনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।
Discussion about this post