নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১ সালের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে। ফরম পূরণ চলবে আগামী ৭ নভেম্বর (সোমবার) পর্যন্ত।
রোববার (২৩ অক্টোবর) অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত সাত কলেজের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রথম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহনেচ্ছু পরীক্ষার্থীদেরকে ২৫ অক্টোবর (মঙ্গলবার) থেকে ৭ নভেম্বর (সোমবার) মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এছাড়াও কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আগামী ৯ নভেম্বরের (বুধবার) মধ্যে সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের তথ্য যাচাই করতে হবে।
সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ যেভাবে-
১) প্রথমে সাত কলেজের ওয়েবসাইটে (https://dua7c.com/) প্রবেশ করতে হবে।
২) ওয়েবসাইটে প্রবেশের পর সাইন আপ অপশনে ক্লিক করতে হবে এবং ধাপে ধাপে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য গুলো প্রদান করতে হবে।
৩) পরীক্ষার ফরম পূরণের পর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার স্ব স্ব কলেজের বিভাগ কর্তৃক প্রদান করা হবে। তবে উক্ত বিষয়ে স্ব স্ব কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে যোগাযোগ করতে হবে।
৪) সাইন আপ করার পর ব্যক্তিগত তথ্য দেওয়ার সময় মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। উক্ত মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড শিক্ষার্থীদের সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের সাত কলেজের স্নাতকের সব বর্ষের ফরম পূরণ করার সময় উক্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
সূত্রমতে জানা যায়, শিক্ষার্থীদের ফরম পূরণ করতে কী পরিমাণ টাকা লাগবে তা পরবর্তীতে স্ব স্ব কলেজের বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে। শিক্ষার্থীদের কোর্সের নাম এবং কোর্সের কোড নাম্বার সঠিকভাবে জেনে ফরম পূরণ করতে হবে। কারণ, একই নামে একাধিক কোর্সের নাম থাকলেও কোর্সের কোডগুলো ভিন্ন থাকে। এই বিষয়ে শিক্ষার্থীদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post