নিজস্ব প্রতিবেদক
মরক্কো সরকারপ্রদত্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি লেভেলে স্কলারশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার ( ২৪ অক্টোবর ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা।
নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন-
প্রাথমিকভাবে আগ্রহী প্রার্থীদের মরক্কো সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হয়। এ ছাড়া বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদন ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সাটিফিকেটসহ অন্যান্য কাগজপত্রের হার্ডকপি শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে যাচাই-বাচাই করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মরক্কোর দূতাবাসে এসব আবেদন পাঠানো হয়।
Discussion about this post