শিক্ষার আলো ডেস্ক
২০২১ সালে ১০১ জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আর চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে আত্মহত্যা করেছেন ৪০৪ জন শিক্ষার্থী।
আঁচল ফাউন্ডেশনের গবেষণায় উঠে আসা এ তথ্য বিবেচনায় নিয়ে তরুণদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ‘এসো জীবনের গান গাই’ স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘দ্যা ইয়ুথ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং কার্নিভাল।’ আগামীকাল ২৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি চত্বরে বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্কের উদ্যোগে দিনব্যাপী এটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্কের চেয়ারপারসন অধ্যাপক শাহিন ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয় কার্নিভালে সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশের বিশিষ্ট মানসিক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো থেকে অ্যাসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা, ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের জন্য পরামর্শ ও থেরাপিউটিক সেবা পাওয়া যাবে।
সংবাদ সম্মেলন কার্নিভাল আয়োজনের উদ্দেশ্য নিয়ে আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ বলেন, আঁচল ফাউন্ডেশন গত কয়েক বছর যাবৎ নিরলসভাবে কাজ করে দেখাতে সক্ষম হয়েছে যে আমাদের তরুণ সমাজ বিশেষ করে শিক্ষার্থীরা মানসিক সমস্য নিয়ে কতটা অবহেলিত। মানসিক স্বাস্থ্য নিয়ে মৌলিক ধারণাটুকুও তাদের মাঝে অনুপস্থিত। ফলে প্রতি বছরই আত্মহত্যা জ্যামিতিক হারে বাড়ছে। কার্নিভাল আয়োজন করার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের একটা বার্তা দেয়ার চেষ্টা করছি আমরা।
অধ্যাপক মেহজাবিন হক বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক দিন ধরে কাজ করলেও, এই প্রথমবারের মতো এ কার্নিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মনের সুস্থতা বজায় রাখার প্রয়োজনীয়তা, মানসিক স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা ভেঙে এগিয়ে আসা, মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি সবার কাছে গ্রহণযোগ্য করে তোলা, এই বিষয়ে সচেতনতা তৈরি করা এবং সর্বোপরি তরুণ সমাজকে মানসিক স্বাস্থ্যের বিষয়ে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই আয়োজন করা হচ্ছে।
Discussion about this post