শিক্ষার আলো ডেস্ক
উন্নয়ন ও বুদ্ধিবৃত্তির পরিবর্তনের লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ইনোভেশন অ্যান্ড ট্র্যান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের বিজনেস, ল এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস অনুষদ আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলন আগামী ২৯ ও ৩০ অক্টোবর (শনি-রবিবার) অনুষ্ঠিত হবে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, তুরস্ক, ভারত ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক-গবেষকরা অংশ নেবেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জেএমসি ল্যাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে সম্মেলনের আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম, সহকারী অধ্যাপক ড. অলিউর রহমান, প্রভাষক মো. শরিফ উদ্দিন ও সরোজ মেহেদী (মো. মেহেদী হাসান) উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী বলেন, আইটিডি সম্মেলনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো বৈচিত্র্যতা। এখানে ভিন্ন ভিন্ন বিভাগের আয়োজনে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে যেমন বিজনেস রয়েছে, তেমনি রয়েছে ল ও সোশ্যাল সায়েন্সেস। সে হিসেবে এখানে শুধু অর্থনীতি নিয়ে আলোচনা থাকবে না। সমাজ ও রাষ্ট্র নিয়েও নানা ধরনের দিক-নির্দেশনা উঠে আসবে। সম্মেলনের মাধ্যমে সরকারের বৃহত্তর পরিকল্পনায় কিছুটা হলেও অবদান রাখা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব বলেন, মানসম্মত শিক্ষায় অন্য অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে গ্রিন ইউনিভার্সিটি। আইটিডি সম্মেলনের মাধ্যমে সেই মানসম্মত শিক্ষার ক্ষেত্রেই আরও এগিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় সম্মেলনের নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি।
সম্মেলনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ভারতের অ্যাডামাস ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক উজ্জ্বল অনু চৌধুরী, যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আজফার হোসেন, অস্ট্রেলিয়ার কার্টেন ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডোরা মেরিনোভা, যুক্তরাষ্ট্রে বইস স্টেট ইউনিভার্সিটির বইস স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জেসন বি ম্যাকডোনাল্ড তুরস্ক, মালয়েশিয়ার অধ্যাপক ও গবেষকরা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন।
এর আগে সম্মেলনের জন্য গ্রিন বিজনেস স্কুল, ল’, ইংরেজি, সমাজবিজ্ঞান ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের অধীনে মোট ১৫৭টি প্রবন্ধ জমা পড়ে। সম্মেলনে মোট ৩৫টি সেশন ও ৭টি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে।
Discussion about this post