শিক্ষার আলো ডেস্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল ১ নভেম্বর (মঙ্গলবার) ভিত্তির মাটি কাটার মধ্য দিয়ে এ নির্মাণ কাজ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
পরে তিনি নির্মাণাধীন সুলতানা কামাল জিমনেশিয়াম ও দশতলা জয়বাংলা একাডেমিক ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে নির্মাণকাজের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।
বিদ্যুৎ উপকেন্দ্রটি নির্মাণের চুক্তিমূল্য ১ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকা। চলতি অর্থবছরের মধ্যে এই উপকেন্দ্রের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
Discussion about this post