শিক্ষার আলো ডেস্ক
দেশব্যাপী নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেপ্তারকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে ।
বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাসের পাশাপাশি সেমিস্টার ফাইনাল পরীক্ষাও শুরু হওয়ার কথা ছিল। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের পরিপ্রেক্ষিতে সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
এ প্রেক্ষাপটে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ফয়জুল ইসলামের স্বাক্ষরিত নোটিসে বলা হয় ২০১৮ সালের গ্রীষ্মকালীন সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হল। ঈদুল আযহার পর পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয় পর ক্ষোভে ফুঁসে উঠে শিক্ষার্থীরা। আর এতে রাস্তায় নেমে আসে রাজধানীসহ সারাদেশে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
কয়েকদিনের চলা আন্দোলনে গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও মাঠে নামে। এতে পুলিশের উপর হামলা, লাঠিসোঁটা, ইটপাটকেল দিয়ে রাস্তার গাড়ি ভাঙচুর করার মত ঘটনা ঘটে। সেসময় পুলিশের উপর হামলা ও ভাঙচুরের দুই মামলায় বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রকে মঙ্গলবার রিমান্ডে নিয়েছে পুলিশ।
Discussion about this post