নিজস্ব প্রতিবেদক
আজ সকাল ১১ টায় সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা -২০২২। দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ৬ জেলায় ১শ’ ২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৬২ হাজার ৯শ’ ৬৪ জন পরীক্ষার্থী।
শনিবার (৫ নভেম্বর) এ তথ্য জানান বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, এবার বিভাগের ৬ জেলা ও মহানগরীর ১২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৬২ হাজার ৯শ’ ৬৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৩২ হাজার ১শ’ ৭৭ জন এবং ৩০ হাজার ৭শ’ ৮৭ জন ছাত্র। এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২ ঘন্টা এবং সংক্ষিপ্ত সিলেবাসে।
তিনি আরও জানান, বিকেলের পরীক্ষা দুপুর ২টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথমপত্র পরীক্ষা। পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর।
প্রফেসর অরুন কুমার গাইন জানান, পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ১১ টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া বি এম কলেজের শিক্ষকদের নিয়ে ৬ টি, প্রতিটি জেলায় ৫ টি এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পক্ষ থেকে একাধিক টিম গঠন করা হয়েছে। এসব টিম পরীক্ষা কেন্দ্র গুলো পরির্দশন করবে।
তিনি বলেন, এবার জেলা পর্যায়ে একজন অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনও প্রশ্নপত্র খোলার বিয়টি স্বশরীরে থেকে তদারকি করবেন।
প্রসঙ্গত, পরীক্ষার নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি (যেমন পরীক্ষার্থী, কক্ষ প্রত্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য) ছাড়া অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
Discussion about this post