শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রোবটিক্স ক্যাম্পেইন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সকাল ১০টা থেকে শুরু হয়ে রোবটিক্স ক্যাম্পেইন প্রোগ্রাম চলে বিকেল ৩টা পর্যন্ত।
এ সময় সেখানে আসা দর্শনার্থীদের প্রশিক্ষণ, রোবট সম্পর্কে জানানো ও রোবটের কাজের ধরন ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
ঢাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এক শিক্ষার্থী বলেন, প্রযুক্তিগত শিক্ষা সম্পর্কে মানুষের মনে ভয় কাটাতে আমাদের এই আয়োজন। মানুষ ‘রোবট’ শব্দটি শুনলে অন্য সবকিছুর মতো স্বাভাবিকভাবে ভাবতে পারে না। অনেকে রোবটিক্স বিষয়টিকে অনেক কঠিন মনে করে। শিক্ষার্থীদের মনে রোবটিক্সের ভয় কাটাতে আমাদের এ উদ্যোগ। আমরা রোবটিক্স বিষয়টাকে অনেক সহজভাবে উপস্থাপন করতে চাই।
আয়োজনের উদ্যোক্তা ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক সবুর খান কলিন্স বলেন, বর্তমানে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার যে যুদ্ধ হচ্ছে সেখানে আমরা ব্যাকবেঞ্চার না হয়ে অগ্রগামী পথিকের মতো নেতৃত্ব দিতে চাই। সেই লক্ষ্যে আমরা এই কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই। দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে আমরা কাজ করে যাবো। এভাবে বিশ্বের রোবটিক্স শিল্পে বাংলাদেশ নেতৃত্ব দেবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইসিটি ও শিল্পের বিকাশের পাশাপাশি মেধাভিত্তিক উদ্ভাবনী কাজে শিক্ষার্থীদের উৎসাহ দেবে আমাদের এই কার্যক্রম।
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও সাধারণ সম্পাদক শরিফ আহমেদ মুনিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
Discussion about this post