নিজস্ব প্রতিবেদক
এক ঘণ্টা চলার পর স্থগিত করা হলো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের পরীক্ষা। আজ রবিবার (৬ নভেম্বর) দুপুর ২টায় যথারীতি পরীক্ষা শুরু হয়। চারটায় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে এক ঘণ্টা পর বিকেল তিনটার দিকে স্থগিত করা হয় পরীক্ষা।
তবে কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের কোনো কারণ জানায়নি। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বোর্ড।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক জরুরি নোটিশে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সনের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বিকালের সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষা স্থগিত করার বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানিয়েছেন, এ বছর একাদশ শ্রেণিতে নতুন সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পুরাতন সিলেবাসে প্রশ্ন ছাপা হয়ে গেছে ভুল করে। তিনি আরও জানান, আবার নতুন করে প্রশ্নপত্র তৈরি করা হবে এবং আগামী দুই- এক দিনের মধ্যেই স্থগিতকৃত পরিক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
Discussion about this post