নিজস্ব প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম মেধা তালিকার ভিত্তিতে প্রথম বর্ষে স্নাতক (সম্মান)/ স্নাতক শ্রেণিতে ভর্তি সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ku.ac.bd/undergraduate এ ইউনিট ও স্কুল অনুযায়ী মেধা তালিকা শুক্রবার (৪ নভেম্বর) প্রকাশিত হয়েছে।
এছাড়া, মঙ্গলবার (৮ নভেম্বর) চারুকলা স্কুল ও স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তিচ্ছুদের অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত স্থাপত্য ডিসিপ্লিনে এবং দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চারুকলা স্কুলে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীকে খাতা ছাড়া অংকন পরীক্ষার আনুষঙ্গিক দ্রব্যাদি (যেমন, পেন্সিল, বোর্ড ইত্যাদি) এবং GST গুচ্ছ ভর্তি পরীক্ষার Admit Card সঙ্গে আনতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, সোমবার দুপুর ১২টা থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। কোনো শিক্ষার্থী দুই পরীক্ষার (এসএসসি ও এইচএসসি) মূল মার্কশীট আনতে ব্যর্থ হলে ভর্তি নেওয়া হবে না।
Discussion about this post