নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজসমূহের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২১-২০২২ সেশনের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর)।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিন ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে ১৫ নভেম্বর (মঙ্গলবার) মধ্যে শিক্ষার্থীদের মনোনয়ন প্রাপ্ত কলেজে গিয়ে তার জন্য নির্ধারিত বিষয়ে ভর্তি কাজ সম্পন্ন করতে হবে।
কলেজে ভর্তির সময় প্রয়োজন যেসব কাগজ-পত্রাদি লাগবে-
১) ডিন অফিস কর্তৃক ‘Transcript Received’ সিলযুক্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (ফেরত যোগ্য) এবং এর ফটোকপি (১ কপি)।
২) এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট (গ্রেডশিট)-এর ফটোকপি (২ সেট)।
৩) এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি (১ কপি)।
৪) পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৬ কপি) ও স্ট্যাম্প সাইজের রঙিন ছবি (২ কপি)।
৫) যেকোনো গেজেটেড কর্মকর্তা/ ওয়ার্ড কমিশনার/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ কর্মরত প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত অভিভাবকের বাৎসরিক আয়ের মূল সনদপত্র (১ কপি)।
৬) শিক্ষার্থীর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র (Testimonial) এর ফটোকপি (১ কপি)।
উল্লেখ, গত ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত গার্হস্থ্য অর্থনীতি বিষয়ক কলেজসমূহের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গার্হস্থ্য অর্থনীতির ছয়টি (৬) কলেজে সর্বমোট ২ হাজার ৬৫৫টি আসন রয়েছে। এসব কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করেছেন ৬ হাজার ১০২ জন ভর্তিচ্ছু।
Discussion about this post