নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের বিষয় ও কলেজ মনোনয়নের ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সাত কলেজের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটায় আবেদন করা শিক্ষার্থীদের চূড়ান্ত মেধাতালিকার সঙ্গে মনোনয়ন প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের, ২৫ সেপ্টেম্বর বিজ্ঞান অনুষদের এবং ২৭ সেপ্টেম্বর বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের কোটার সাক্ষাৎকার নেওয়া হয়।
কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের কলেজ ও বিষয় নির্বাচনের ফলাফল দেখার জন্য সাত কলেজের ওয়েবসাইট (https://collegeadmission.eis.du.ac.bd/) লগইন করে এইচএসসি ও এসএসসি পরীক্ষার রোল নম্বর এবং বোর্ড দিয়ে দাখিলে ক্লিক করতে হবে। তারপর যে ইউনিট লেখা থাকবে সেই ইউনিটের ওপর ক্লিক করতে হবে এবং ওখানে মনোনয়ন লেখা থাকবে সেখানে ক্লিক করলেই মনোনীত বিষয় ও কলেজের ফলাফল দেখা যাবে।
জানা গেছে, ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থীদের জন্য অধিভুক্ত এই সাতটি কলেজে স্নাতক শ্রেণিতে মোট আসন রয়েছে ২১ হাজার ৫১৩টি। যার মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৯ হাজার ৭০৩টি।
Discussion about this post