নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি চলছে। প্রথম মেধাতালিকায় চান্সপ্রাপ্তদের মধ্যে গতকাল পর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে যবিপ্রবিতে মোট আসন রয়েছে ৯৩৫টি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি হয়েছে ২৫০ জন। সে হিসাবে প্রথম মেধাতালিকায় এখনো ৬৮৫টি আসন খালি রয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, প্রথম মেধাতালিকা হিসাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ ভালোই শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হবে তৃতীয় মেধাতালিকায়। দ্বিতীয় মেধাতালিকা শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
Discussion about this post