নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১৪ নভেম্বর (সোমবার)।
গত সোমবার (৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং প্রযুক্তি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১৪ নভেম্বর (সোমবার)।
এর আগে গত ২ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীন ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট/ কলেজসমূহের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ‘প্রযুক্তি ইউনিটের প্রথম বর্ষ বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর দুইদিন পর ৪ সেপ্টেম্বর (রোববার) ইউনিটটির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
এতে মোট ১ হাজার ৫৫৫টি আসনের বিপরীতে ১৩ হাজার ৮৭৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিয়েছেন। ঢাবি প্রযুক্তি ইউনিটের অধীনে ছয়টি কলেজ রয়েছে। তার মধ্যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও একটি টেক্সটাইল ইন্সটিটিউট। চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে তিনটি সরকারি এবং একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড দুইটি বেসরকারি কলেজ।
Discussion about this post