নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে মেধা তালিকা ও বরাদ্দকৃত বিষয় দেখতে পারবেন।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকায় আগামীকাল শুক্রবার (১৮ নভেম্বর) ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি চলবে আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) পর্যন্ত। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে আসন ফাঁকা রয়েছে ৮৯৭টি।
জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে নোবিপ্রবিতে মোট আসন রয়েছে এক হাজার ৪২১টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন মাত্র ৫২৪ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ৮৯৭টি আসন ফাঁকা রয়েছে। এর ফলে শতকরা ৬৩ শতাংশ আসনই ফাঁকা রয়েছে।
Discussion about this post