নিজস্ব প্রতিবেদক
আগামীকাল শুক্রবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ৫৬ বছর পূর্ণ করে ৫৭ বছরে পা রাখবে। এদিন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ এ বিদ্যাপীঠের ৫৭তম জন্মদিন পালন করা হবে। ১৯৬৬ সালের এই দিনে ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপাচার্য সম্মেলন কক্ষে দিনটি উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানসূচি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আগামীকাল সকাল ৯টা ৫০ মিনিটে আনন্দ শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় কেক কাটা হবে। ১০টা ৩০ মিনিটে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্তী ড. হাসান মাহমুদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরিণ আক্তার। এরপর বিকেল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় ব্যান্ডদল পারফর্ম করবে।
সংবাদ সম্মেলনে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান উপস্থিত ছিলেন।
৫৬ বছর শেষে বিশ্ববিদ্যালয় নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে উপাচার্য প্রফেসর ড. শিরিণ আক্তার বলেন, চবির সাবেক বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতায় আধুনিক উন্নত জ্ঞান সৃজনের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে বিশ্বে পরিচিত করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
Discussion about this post