নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষ সম্মান প্রথম বর্ষে চারুকলা বিভাগের ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) এ তালিকা প্রকাশিত হয়।
প্রকাশিত তালিকা থেকে দেখা যায়, মেধাক্রম ও অন্যান্য শর্ত বিবেচনা করে গুচ্ছের তিন ইউনিট (এ, বি, সি) থেকে পৃথকভাবে মোট ২৭ জনকে মেধাতালিকায় রাখা হয়েছে। পাশাপাশি এ ও বি ইউনিট থেকে পৃথকভাবে ২৩ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
মেধাতালিকায় থাকা তিন ইউনিটের মধ্যে এ ইউনিট থেকে নয়জন, বি ইউনিট থেকে ১৫ জন এবং সি ইউনিট থেকে তিনজনকে রাখা হয়েছে। অপেক্ষমাণ তালিকায় থাকা দুই ইউনিটের মধ্যে এ ইউনিট থেকে আটজন এবং বি ইউনিট থেকে ১৫ জনকে রাখা হয়েছে।
মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ১৮-২১ নভেম্বরের মধ্যে ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) গিয়ে ভর্তি হতে হবে। আবার একই সময়ের মধ্যে দেওয়া নির্দেশনা অনুসরণ করে একই ওয়েবসাইটে গিয়ে মাইগ্রেশনের আবেদন করতে করা যাবে।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর চারুকলা বিভাগে ভর্তির ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছে উত্তীর্ণ ও চারুকলা বিভাগে ভর্তির জন্য আবেদনকৃত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। চারুকলা বিভাগে মোট আসন রয়েছে ৩০টি।
Discussion about this post