নিজস্ব প্রতিবেদক
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় রোববার (২০ নভেম্বর) সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ভূগোল (তত্ত্বীয়) ১ম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে হাদিস ও উসূলুল হাদিস এবং কারিগরি শিক্ষা বোর্ডে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার সপ্তম দিন দেশের ৯টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৬৩৯টি কেন্দ্রে ৩ লাখ ৮৮ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৯৩৫ জন অনুপস্থিত ছিলেন। আর বহিষ্কার হয়েছেন ৬ জন। আজকের অনুপস্থিতির হার ৩ দশমিক ৩৩ শতাংশ।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড
ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ৪৪ হাজার ২৬ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৮৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।
রাজশাহী শিক্ষা বোর্ড
রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১টি কেন্দ্রে মোট ৫০ হাজার ২০২ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ২১৭ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।
কুমিল্লা শিক্ষা বোর্ড
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৯২টি কেন্দ্রে মোট ৮ হাজার ৬৩৯ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২১৮ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।
যশোর শিক্ষা বোর্ড
যশোর শিক্ষা বোর্ডে ২২৮টি কেন্দ্রে মোট ৩৭ হাজার ২৬ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৮৭৮ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১১১টি কেন্দ্রে মোট ১ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২০ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।
সিলেট শিক্ষা বোর্ড
সিলেট শিক্ষা বোর্ডে ৮৬টি কেন্দ্রে মোট ৯৯০ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১৫ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।
বরিশাল শিক্ষা বোর্ড
বরিশাল শিক্ষা বোর্ডে ১২৫টি কেন্দ্রে মোট ৫ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৮৩ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হননি।
দিনাজপুর শিক্ষা বোর্ড
দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২টি কেন্দ্রে মোট ১৯ হাজার ৪১০ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৪১৮ জন অনুপস্থিত ছিলেন।
এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৮৯টি কেন্দ্রে মোট ১০ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।
আজ সাধারণ নয়টি বোর্ডে ১ হাজার ৫১৯টি কেন্দ্রে ১ লাখ ৭৭ হাজার ৫৪০ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৩ হাজার ৯১০ জন অনুপস্থিত ছিলেন। এ হার ২ দশমিক ২০ শতাংশ।
অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৪৮টি কেন্দ্রে মোট ৯৩ হাজার ১৯১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৫ হাজার ৭৫৩ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হয়েছেন।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৭২টি কেন্দ্রে মোট ১ লাখ ১৮ হাজার ৩৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ২৭২ জন অনুপস্থিত এবং ৫ জন বহিষ্কার হয়েছেন। আজ কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।
Discussion about this post