নিজস্ব প্রতিবেদক
চলমান করোনা সংকটের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক মাস বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন। রমজান, মে দিবস, বৌদ্ধ পূর্ণিমা, গ্রীষ্মকালীন, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ৩১ দিনের এ ছুটি আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত।
সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘চলমান দুর্যোগ মোকাবেলায় সরকার ঘোষিত ছুটির সাথে সমন্বয় করে আগামী ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও গতবছরে অনুষ্ঠিত এক বিশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ৩১ দিনের এ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করে ছুটির মেয়াদ কম বেশি হতে পারে’। এদিকে ছুটি চলাকালেও ক্যাম্পাসে জরুরী সেবা সমূহ অব্যাহত থাকবে বলে জানান।
এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধে জাবিতে গত ১৮ মার্চ থেকে একাডেমিক ও ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
Discussion about this post