নিজস্ব প্রতিবেদক
বিসিএসের তিন বিষয়ের লিখিত পরীক্ষার বিষয় সম্পর্কিত সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২২ নভেম্বর) পিএসসি’র ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশ করা হয়।
জানা গেছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিরামিক ইঞ্জিনিয়ারিং এবং গ্লাস ইঞ্জিনিয়ারিং বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। তিনটি বিষয়েই ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ২০০ নম্বরকে পার্ট-১ এবং পার্ট-২ এ ভাগ করা হয়েছে। দুটি পার্টের জন্য পৃথকভাবে ১০০ নম্বর করে ধরা হয়েছে।
সিলেবাসটি দেখতে এখানে ক্লিক করুন
এর আগে চলতি বছরের ৫ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়। বিষয়ভিত্তিক ছাড়া মোট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে বাংলা প্রথম পত্র (১০০), বাংলা দ্বিতীয় পত্র (১০০), ইংরেজি (২০০), বাংলাদেশ বিষয়াবলি (২০০), আন্তর্জাতিক বিষয়াবলি (১০০), গাণিতিক যুক্তি (৫০), মানসিক দক্ষতা (৫০), সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ নম্বর।
Discussion about this post