নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১ টার্ম-১ এর নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন আগামী ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে এ অনুষ্ঠান হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে শিক্ষার্থীরা স্ব-স্ব বিভাগে উপস্থিত থাকবেন এবং সেখানে বিভাগ কর্তৃক তাদের বরণ করে নেওয়া হবে। গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান ও হল প্রভোস্টগণের সমন্বয়ে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জানুয়ারি (রোববার) থেকে স্ব স্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১ টার্ম-১ এর ক্লাস শুরু হবে।
Discussion about this post