নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক মূল্যায়ন পদ্ধতি” বিষয়ে স্বাক্ষরবিহীন একটি পত্র সামাজিক যোগাযোগ ও বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ায় সম্প্রচার করা হচ্ছে যা অনভিপ্রেত ও অসত্য।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখনো পর্যন্ত মাঠপর্যায়ে উক্ত বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করেনি। উপযুক্ত সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। এমতাবস্থায়, উপর্যুক্ত বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।’’
Discussion about this post