নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরইউ) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আরও ৬১ জন ভর্তির সুযোগ পাচ্ছে। এ ছাড়া মাইগ্রেশন তালিকাও প্রকাশ করা হয়েছে।
তৃতীয় মেধাতালিকা ও মাইগ্রেশন তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ-এ ভর্তির জন্য শিক্ষার্থীদের নিম্নে উল্লিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় (দ্বিতীয় তলা) জামান ম্যানশন, জামান হাউজিং সোসাইটি, হোল্ডিং নং-২৬৩, হয়বতনগর, কিশোরগঞ্জ (বিএডিসি অফিসের বিপরীত পাশে)।
তৃতীয় পর্যায়ে যে সব আবেদনকারী প্রথমবার প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হয়েছে শুধুমাত্র তাদের ভর্তির ক্ষেত্রে নিম্নের সময়সূচী অবশ্যই মানতে হবে:
১. অনলাইনে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন ও প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা প্রদান:
২৮ নভেম্বর দুপুর ১২টা হতে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে।
২. মূল কাগজপত্র জমা:
২৯ নভেম্বর হতে ১ ডিসেম্বর প্রতিদিন সকাল ০৯টা হতে বিকাল ৪টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তির জন্য মনোনীত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লিখা একটি এ-ফোর সাইজের খামে করে জমা দিতে হবে।
Discussion about this post