নিজস্ব প্রতিবেদক
দেশের ১৮ টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার (৩০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৬ ডিসেম্বর তাদের বর্তমান কর্মস্থলের শেষ কর্মদিবস। এরমধ্যেই নতুন কর্মস্থলে যোগদান করতে হবে তাদের।
এর মধ্যে, রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ আলম হাওলাদারকে দায়িত্ব দেয়া হয়েছে বরগুনা সরকারি মহিলা কলেজ, বরগুনায়।
এছাড়াও, আবু বকর মজুমদারকে ফেনীর ফুলগাজী সরকারি কলেজে; মুহা. জয়নুল আবেদীন সরকারি মুজিব কলেজ, নোয়াখালী; প্রফেসর এস এম রবিউল ইসলাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশোর; সুবোধ চন্দ্র রায় সরকারি রামদিয়া শ্রীকৃষ্ণ কলেজ, গোপালগঞ্জ; প্রফেসর এস এম রবিউল ইসলাম সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়, ফরিদপুর; ড. সুফিয়া বেগম চিওড়া সরকারি কলেজ, কুমিল্লা; জীবন কুমার সাহা ঘিওর সরকারি কলেজ, মানিকগঞ্জ; মো. আসাদুল আলম খান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, যশোরের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
পাশাপাশি সেখ মো. হুমায়ুন কবির তালা সরকারি কলেজ, সাতক্ষীরা; মো. আবু হানিফা সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ , কিশোরগঞ্জ; মো. আলী আশরাফ, নাজির আখতার সরকারি কলেজ, বগুড়া; মো. আলতাফ হোসেন ফুলবাড়ি সরকারি কলেজ, দিনাজপুর; মো. আব্দুল মতিন, পীরগন্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও; হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা; মো. নবী হোসেন, চুনারুঘাট সরকারি কলেজ, হবিগঞ্জ; হেলেনা বেগম, সরকারি কুঞ্জবিহারী কলেজ, সিরাজদিখান, মুন্সিগন্জের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে ওই প্রজ্ঞাপনে।
Discussion about this post