নিজস্ব প্রতিবেদক
বর্তমানে দেশে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু রয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছয়টি সরকারি ও ২৩টি বেসরকারি শারীরিক শিক্ষা কলেজে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ডিগ্রি দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও কলেজ সূত্রে এসব তথ্য জানা গেছে।
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু থাকা ৪টি বিশ্ববিদ্যালয় হলো- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় ২০২১-২২ সেশনে চালু করে এ বিভাগ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বছর চালু হয়েছে শুধু ড্যাফোডিল ইউনিভার্সিটি।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে পরবর্তীতে ক্রীড়াবিষয়ক ব্যবহারিক পরীক্ষায়ও অংশ নিয়ে পাস করতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ভেদে ব্যবহারিক পরীক্ষা ও পাস নম্বরে তারতম্য রয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে মোট আসন ৩০টি। লিখিত পরীক্ষায় ৬০ নম্বর, ব্যবহারিক পরীক্ষায় ২০ ও সার্টিফিকেটে ২০ নম্বরসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ বিভাগের আসন সংখ্যা ৩০। বিশ্ববিদ্যালয়টির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. সালাহ উদ্দীন জানান, এখানে মোট চারটি ইভেন্টে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হয়। লং জাম্প, ৪০০ মিটার ও ২০০ মিটার দৌড় ও গোলক নিক্ষেপ। মোট ২৪ নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪০টি আসন রয়েছে শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে। ৩০টি সাধারণ আসনসহ পেশাদার খেলোয়াড়, বিকেএসপি ও উপজাতি হিসেবে সংরক্ষিত কোটা রয়েছে ১০টি। ব্যবহারিক পরীক্ষায় মোট নম্বর ৫০। ক্রীড়া সার্টিফিকেট, ৪০০ মিটার দৌড় ও সাঁতার ইভেন্টের ব্যবহারিক নম্বর মূল্যায়নে বিবেচনায় নেয়া হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মোট আসন ৩০টি। সাধারণ আসন ২৫টি ও বিকেএসপির শিক্ষার্থীদের জন্য পাঁচটি আসন সংরক্ষিত। ভর্তিচ্ছুদের অংশ নিতে হয় ৩০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায়। শর্ট জাম্প, লং জাম্প ও ৫০ মিটার দৌড়ের তিনটি ইভেন্টেই উত্তীর্ণ হতে হয়।
এছাড়া দেশের ছয়টি সরকারি ও ২৩টি বেসরকারি শারীরিক শিক্ষা কলেজে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ডিগ্রি প্রদান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ক্রীড়া পরিদপ্তরের আওতাধীন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা (বাগেরহাট), বরিশাল ও ময়মনসিংহের ছয়টি সরকারি শারীরিক শিক্ষা কলেজ ও ২৩টি বেসরকারি কলেজে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) এবং শুধু ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজে মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) কোর্স চালু রয়েছে।
বিপিএড ও এমপিএড কোর্সে ভর্তি হতে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২ দশমিক ২৫ থাকতে হয়। রয়েছে শিক্ষা বৃত্তির সুযোগও।
Discussion about this post