শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ৬টি হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ নিয়োগ দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজকের সিন্ডিকেটে নবনির্মিত ৬টি হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। ১৭ নং হলে মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা, ১৮ নং হলে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সায়েদুর রহমান, ১৯ নং হলে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, ২০ নং হলে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবির, ২১ নং হলে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক তাজউদ্দীন শিকদার ও ২২ নং হলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুলাহ হেল কাফিকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
প্রসঙ্গত, প্রকল্প অফিস সূত্র জানিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ৪টি হলের নির্মান কাজ চলমান ও ২টি হলের নির্মাণ সমাপ্ত হয়েছে। বাকিগুলো ৩০ জানুয়ারির মধ্যে হবে।
Discussion about this post