নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের জ্যোষ্ঠ অধ্যাপক অধ্যাপক ড. শরীফ মো. আল-রেজা এবং আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপক ড. নাসির উদ্দীন মিঝি।
আজ রবিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.শেখ আবদুস সালাম তাদের নিয়োগ দিয়েছেন। আগামী ৩ বছর তারা এ দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়, রসায়ন বিভাগের সভাপতি হিসেবে অধ্যাপক ড. আশোক কুমার চক্রবর্তী এবং কুরআন বিভাগে অধ্যাপক ড. ইয়াকুব আলীর মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক উক্ত দুটি বিভাগের পরবর্তী সিনিয়র দুইজন শিক্ষককে তাদের জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে। আগামী ৩ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
নতুন সভাপতি অধ্যাপক ড. শরীফ মো. আল রেজা বলেন, একাডেমিক একটা পোস্টে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বিভাগকে এগিয়ে নিতে চেষ্টা করব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
Discussion about this post