নিজস্ব প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির পঞ্চম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
জানা গেছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১ হাজার ১০৯টি। চতুর্থ মেধাতালিকা থেকে ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ৫৩৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ফলে এখনো বিশ্ববিদ্যালয়টিতে ৫৭৫টি আসন ফাঁকা রয়েছে।
আগামী ১৪ ডিসেম্বর থেকে পঞ্চম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের এই সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে।
Discussion about this post