নিজস্ব প্রতিবেদক
৪৫তম বিসিএসের আবেদনের প্রক্রিয়া চলছে। গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবার প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এরমধ্যে কিছু ক্যাডার ও বিষয়ের কোড পরিবর্তন করা হয়েছে।
পিএসসির সংশোধিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো হয়েছে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের গত ৩০ নভেম্বর তারিখের
৮০,০০,০০০০,২০০.৪৬.৬৩.২২-১৬০ নম্বর স্মারকের মাধ্যমে ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তির কিছু সংখ্যক কোড নিম্নোক্তভাবে সংশোধন করা হয়েছে।
সংশোধন করা বিষয়গুলোর তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
৪৫তম বিসিএসে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৭ হাজার ১৯ জন আবেদন করেন। তবে দিন যত যাবে আবেদন সংখ্যা তত বৃদ্ধি পাবে। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৩৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৩০৯ জন ক্যাডার পদ। আর নন-ক্যাডারের পদসংখ্যা ১ হাজার ২২ জন।
ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
Discussion about this post