নিজস্ব প্রতিবেদক
যেদিন আমি বঙ্গবন্ধুকে দেখেছিলাম, সেদিন আমার বাবাকে বলেছিলাম আমার বঙ্গবন্ধুকে পিতা ডাকতে ইচ্ছে হচ্ছে। তিনি এমনই একজন সাহসী মানুষ ছিলেন।
তিনি শুধু স্বপ্ন দেখিয়েই ক্ষান্ত হননি বরং সেটা বাস্তবায়ন করেও দেখিয়েছেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এর আগে বিজয় দিবস উপলক্ষে এদিন ফজরের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা এবং ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া স্বাধীনতা স্মারকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অধ্যাপক সুকান্ত ভট্টাচার্যের সঞ্চালনায় এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফরিদুল আলম, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ ।
Discussion about this post