শিক্ষার আলো ডেস্ক
প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড-২০২০ পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছয়টি অনুষদের ২৭ জন শিক্ষার্থী।
সোমবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন করেন।
অধ্যাপক ড.রাশেদ তালুকদারের সভাপতিত্বে ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান শেষে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের ক্রেষ্ট, সনদপত্র ও নগদ ১০ হাজার টাকা উপহার হিসেবে প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।
অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন –
ভৌতবিজ্ঞান অনুষদ থেকে পদার্থবিজ্ঞানের বিভাগের খাইরুম হক অর্থি, রসায়ন বিভাগের রাশেদ মাহমুদ, গণিত বিভাগের এবাদুর রহমান, পরিসংখ্যান বিভাগের সাকিব ইবতিদা চৌধুরী, সমুদ্রবিজ্ঞান বিভাগের দিগন্ত দাস; লাইফ সায়েন্সেস অনুষদ থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের আতিয়া তাহিরা তাসনিম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির জেবা ফাইজাহ রহমান; এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সস অনুষদ থেকে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের আব্দুর রহমান এবং ম্যানেজমেন্ট ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মাজহারুল হক জোবায়েদ।
অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের কাশফিয়া নেহরিন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নাজমুল ইসলাম রাফি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সৌমেন দাস ও সৈয়দা জান্নাতুস সাবা, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিপ সরকার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের আমজাদ পাটোয়ারি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের কাওসার আলী, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তাফিজুর রহমান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জিনিয়া সুলতানা জ্যোতি, আর্কিটেকচার বিভাগের শতপর্না দাস। সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে নৃবিজ্ঞান বিভাগের মিতালী সিনহা, বাংলা বিভাগের কান্তা ভৌমিক, অর্থনীতি বিভাগের মাহফুজা খাতুন রিমা, ইংরেজি বিভাগের তাসনিম সুলতানা ডেইজি, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শামীমা বেগম, লোকপ্রশাসন বিভাগের আব্দুল বাসিত সাদাফ, সমাজকর্ম বিভাগের ফারাহ তাসনিম ও সমাজবিজ্ঞান বিভাগের খাইরতুন হিসান তন্নি।
Discussion about this post