নিজস্ব প্রতিবেদক
আবারও একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সুযোগ দিতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে অনলাইনের মাধ্যমে পুনরায় ভর্তি আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার বলেন, এসএসসি উত্তীর্ণ বিপুল সংখ্যক শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য এখনও আবেদন করেননি। নানা কারণে তারা হয়তো আবেদনের সুযোগ পাননি। তাই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে পুনরায় তাদের আবেদনের সুযোগ দেওয়া হবে।
ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সাড়ে ১৭ লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। চার লাখের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেননি।
চতুর্থ ধাপের এই আবেদন শুরুর তারিখ শিঘ্রই জানিয়ে দেয়া হবে বলে জানায় বোর্ড কর্তৃপক্ষ ।
Discussion about this post