নিজস্ব প্রতিবেদক
আগামী ৮ ফেব্রুয়ারি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন ফল প্রকাশের বিষয়েই সম্মতি দিয়েছেন।
আজ শনিবার (২৮ জানুয়ারি) বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানরা গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রমতে জানা যায়, আগামী ৭, ৮ অথবা ৯ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হয়েছিল। এরপর দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
Discussion about this post