শিক্ষার আলো ডেস্ক
গবেষণা খাতে বিশেষ অবদানের জন্য ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৬টি অনুষদের ছয়জন গবেষক।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে ‘সাস্ট রিসার্চ সেন্টার’র ১০ম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত গবেষকরা হলেন- সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সেবক কুমার সাহা, লাইফ সায়েন্সেস অনুষদ থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ, অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সস অনুষদ থেকে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদা ইসলাম, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদ থেকে বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুল ফেরদৌস চৌধুরী, অ্যাপ্লাইড সায়েন্সস অ্যান্ড টেকনোলজি অনুষদ থেকে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রয় এবং ভৌতবিজ্ঞান অনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন,বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন সমানতালে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের চলতি মেগা প্রকল্প শেষ হলে আগামী ১০০ বছরে কোনো অবকাঠামোর প্রয়োজন হবে না। গবেষণায় আমরা ৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছি, শিক্ষকরাও গবেষণায় আগ্রহী হচ্ছে। গত বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে ৭০০ গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আগামীতে এ সংখ্যা আরও বাড়বে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ও ভোট অব থ্যাংকস প্রদান করেন রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক ড. এ জেড এম মানজুর রশিদ।
Discussion about this post