নিজস্ব প্রতিবেদক
২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ আয়োজন করা হতে পারে। তবে ১০ মার্চ সম্ভব না হলে এই পরীক্ষা এপ্রিল মাসের শেষ সপ্তাহে আয়োজন করা হবে বলে জানা গেছে।
মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক মাসের মধ্যে ডেন্টাল ভর্তি পরীক্ষা আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে। তবে ১০ মার্চ মেডিকেল ভর্তি পরীক্ষা হলে ডেন্টাল ভর্তি পরীক্ষা আয়োজন করতে কিছুটা বিলম্ব হবে।
আজ রবিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার এই তারিখ নিয়ে আলোচনা হয়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য কমপক্ষে একমাস বিরতি দেওয়া হয়। সে হিসেবে আগামী ১০ মার্চ ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ১০ মার্চ সম্ভব না হলে রমজানের ঈদের পর এই পরীক্ষা আয়োজন করা হবে।
অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ঢাকার বেশ কয়েকটি মেডিকেল কলেজের অধ্যক্ষরাও উপস্থিত ছিলেন।
Discussion about this post