নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষ ভর্তি তে ১৩৪টি আসন খালি রয়েছে। এসব আসনে আগামী বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সশরীরে ভর্তি নেওয়া হবে বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি শেষে এখনো আসনগুলো খালি রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফাঁকা ১৩৪টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১২৪টি। সাতটি বিভাগে আসনগুলো খালি রয়েছে। আর মানবিকের একটি বিভাগে খালি ১০টি আসন।
শাবিপ্রবির কোনো বিষয়ে ভর্তির সুযোগ পাননি এমন শিক্ষার্থীরা এসব আসনে ভর্তির সুযোগ পাবেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২ ফেব্রুয়ারি সশরীরে সকল সনদ ও নম্বরপত্রসহ হাজির হতে বলা হয়েছে। এ ছাড়া সঙ্গে অন্তত ১৫ হাজার টাকা রাখতে বলা হয়েছে ভর্তি সম্পন্ন করার জন্য।
বিজ্ঞপ্তি অনুসারে, বিজ্ঞানের মেধাক্রম ৮০০১ থেকে ৯৪০০ পর্যন্ত শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ভর্তি কার্যক্রম চলবে। আর মানবিকের ১১০১ থেকে ১৬৫০ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে বেলা ২টা থেকে। একাডেমিক ভবন-এ এর ১২১ নম্বর কক্ষে ভর্তি চলবে।
Discussion about this post