শিক্ষার আলো ডেস্ক
সম্প্রতি বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র্যাংকিং-২০২৩ প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স।
ওয়েবমেট্রিক্স র্যাংকিং-২০২৩ অনুযায়ী দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এছাড়া, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশ্ব র্যাংকিংয়ের মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান হলো ১৩৬৫। আর এশিয়ার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৮৯, দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান ৩৪ এবং দেশের মধ্যে অবস্থান তৃতীয়। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা নোবিপ্রবি এবং মাভাবিপ্রবির বিশ্ব র্যাংকিংয়ে অবস্থান যথাক্রমে ২৪৫৩ ও ৩৪৮৯ এবং দেশের মধ্যে অবস্থান যথাক্রমে ১১ এবং ২০।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), পঞ্চম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), ষষ্ঠ অবস্থানে রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। সপ্তম অবস্থানে রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), অষ্টম অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), নবম অবস্থানে রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং দশম অবস্থানে রয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)।
অপরদিকে, যবিপ্রবির আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান ৩৪৪০ তম, দেশের মধ্যে অবস্থান ২২ তম, হাবিপ্রবির আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান ৩৯৮১ তম ও দেশের মধ্যে অবস্থান ২৯ তম, পবিপ্রবির আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান ৪৭০৬ তম ও দেশের মধ্যে অবস্থান ৪০ তম, পাবিপ্রবির আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান ৯৪০৯ তম ও দেশের মধ্যে অবস্থান ৬৯ তম, বশেমুরবিপ্রবির আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান ৯৭১৩ তম ও দেশের মধ্যে অবস্থান ৭৩ তম। রাবিপ্রবির আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান ১৮, ৮৩০ তম ও দেশের মধ্যে অবস্থান ১১৬ তম এবং বশেফমুবিপ্রবির আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান ২০,১৭২ তম ও দেশের মধ্যে অবস্থান ১২৫ তম।
Discussion about this post