শিক্ষার আলো ডেস্ক
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় এবার ঢাকা কলেজ থেকে অংশ নিয়ে ১০৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের হলো ৮৬৫ জন, মানবিক বিভাগের ১০৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১১১ জন শিক্ষার্থী।
আজ বুধবার দুপুরে ফলাফলের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
উচ্চ মাধ্যমিক ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১১৫৪ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১১৫১ জন, ফেল করেছেন ২ জন। মূল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ জন। সব মিলিয়ে পাশের হার ৯৯.৮৩%।
বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৭৬ জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৬৫ জন, জিপিএ-৪ পেয়েছেন ০৯ জন এবং অকৃতকার্য হয়েছেন ১ জন।
মানবিক বিভাগে ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০৫ জন, জিপিএ-৪ পেয়েছেন ৩২ জন এবং জিপিএ ৩.৫০ পেয়েছেন ১ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন, জিপিএ-৪ পেয়েছেন ২৮ জন শিক্ষার্থী।
Discussion about this post