নিজস্ব প্রতিবেদক
আগামী ২৫ ফেব্রুয়ারি ( শনিবার ) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন। যেখানে প্রায় ৩২ হাজার গ্রাজুয়েটকে সনদপত্র প্রদান করা হবে। আর এই গ্রাজুয়েটদের মধ্য থেকে দুই ক্যাটাগরিতে মোট ১৬ জন শিক্ষার্থীকে দেওয়া হবে স্বর্ণপদক সম্মাননা। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে চূড়ান্ত পরীক্ষায় সব বিভাগের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীদের এ সম্মাননা প্রদান করা হবে।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি-২) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সমাবর্তনে স্বর্ণপদক জয়ী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দিবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খান।
স্বর্ণপদক জয়ী শিক্ষার্থীদের তালিকা নিচে দেয়া হলো-
Discussion about this post