নিজস্ব প্রতিবেদক
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ৪র্থ ধাপের ফল প্রকাশিত হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) এই ফল প্রকাশ করার পর ভর্তি শুরু হয়েছে আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে। গত ৬ থেকে ৮ ফেব্রুয়ারি ৪র্থ ধাপে আবেদনের সুযোগ পেয়েছিল কোনো কলেজে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা। কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
৪র্থ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত সিলেকশন নিশ্চয়ন করে কলেজে ভর্তির সুযোগ পাবে। তাদের মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩২৮ টাকা জমা দিয়ে নিশ্চয়ন সম্পন্ন হবে। মাইগ্রেশনপ্রাপ্তদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।
Discussion about this post