শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা নেবে । শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গুচ্ছ কমিটির সভায় দীর্ঘ আলোচনা শেষে উপাচার্যগণ এতে সম্মতি জানান।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে। আগের শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুরা যেসব বিষয়ে ভোগান্তির শিকার হয়েছেন, সেগুলো সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। আগের সব বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে। এ ছাড়া নতুন কোনও বিশ্ববিদ্যালয় গুচ্ছে আসবে কি-না, সে বিষয়ে আরও পরে জানানো হবে।
সুত্র জানায়, সভায় ভর্তি পরীক্ষার কোন তারিখ নির্ধারণ হয়নি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় গেলো বছরের এই পদ্ধতির নানা জটিলতা, হয়রানি ও আর্থিক ক্ষতির বিষয়ে বিশদ আলোচনা হয় এবং তা নিরসনে বেশ নুতন কিছু প্রস্তাবনাও পেশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষাকে শিক্ষার্থী বান্ধব করার প্রতিশ্রুতি দেন বেশ কজন আলোচক।
বর্তমানে ৫৩টি সরকারি এবং ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাবি, রাবি, চবি ও জাবি এবং কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বাদে অধিকাংশই গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। যাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে একজন শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়েই ভর্তি হতে পারেন।
Discussion about this post